Thursday 28 February 2008

এখন হলে সালাম,বরকত,রফিকেরা ভাষার জন্য প্রান দিত না

"আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই।"
পৃথিবীর সব জাতির ই অস্তিত্ব থাকে। আমাদের বেলায় ও তার অন্যথায় নয়। আমাদের ইতিহাস হল সেই অস্তিত্ব। আর সেই ইতিহাস এর একটা হল ভাষা আন্দোলন। বাংলা ভাষার জন্য প্রাণ দিল সালাম,বরকত,রফিক,জব্বার আরো নাম না জানা কত সতেজ প্রাণ। আর সেই বাংলা ভাষা এখন
DJUICE bangla ( josh,pankha,ajaira pechal), HINGLA( hindhi+bangla) থাম না ইয়ার, তোমার প্রবলেম কেয়া হে? সত্যি আফসোস হয়। সালাম বরকতেরা এখন থাকলে প্রাণ দিত না। তাদের রক্তে আনা ভাষা এখন কলুষিত হয়ে গেছে। এক্ষেত্রে গ্রামীণ ফোণ সাবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। সংশ্লিষট মণত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। খুব কষ্ট হয় যখন দেখি বাংলার ছেলে মেয়েরা হিন্দি,ইংলিশ,ঊর্দূ বলে। নিজেকে স্মার্ট হিসাবে প্রকাশ করতে চায়। তারা জানেনা যে তারা অসুস্থতায় ভোগতেছে। সব পরিবারের উচিত তাদের ছেলেমেয়েদের এই বেপারে নজর দেয়া। শিক্ষা প্রতিষ্টয়ানের ও সজাগ থাকা। তাহলে আবার ও বাংলায় গান গাইতে পারব.........

No comments: